ঢাকারোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

ক্রিকেটার সানির ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২২ জানুয়ারি ২০১৭ , ০২:৩৭ পিএম


loading/img

তথ্যপ্রযুক্তি আইনে মামলায় গ্রেপ্তার বাংলাদেশ দলের স্পিনার আরাফাত সানিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
সকালে গ্রেপ্তারের পর তাকে আদালতে নেয়া হয়েছে। সানি বর্তমানে আদালতের হাজতখানায়।

বিজ্ঞাপন

গেলো ৫ জানুয়ারি মোহাম্মদপুর থানায় এক তরুণী সানির বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

রোববার মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামালউদ্দীন মীর জানান, এ অভিযোগের ভিত্তিতে আটকের পর থানায় এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরাফাত সানিকে।

বিজ্ঞাপন

তবে জিজ্ঞাসাবাদে সানি কি বলেছেন, তদন্তের স্বার্থে তা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইয়াহিয়া জানান, ওই তরুণীর অভিযোগ, সানি বেশ কিছুদিন ধরে তার ফেসবুক ও মেসেঞ্জারে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি পাঠিয়ে আসছিলেন।

ওয়াই/এসএস/এসজেড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |